প্রচ্ছদ

১৪ দলের মানববন্ধন আজ

১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২১

ফেঞ্চুগঞ্জ সমাচার

8ded252797ad2382dcc995f1da12c4d2-1১৫ ফেব্রুয়ারী ২০১৬ঃ  ১৪ দলীয় জোট আজ সোমবার রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও পাকিস্তান মিলিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ তুলে ক্ষমতাসীন জোট এ মানব বন্ধনের ডাক দিয়েছে।
১৪ দলের নেতা কর্মীরা ১৪টি গ্রুপে বিভক্ত হয়ে গাবতলী থেকে যাত্রবাড়ী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্ত‍া জুড়ে অবস্থান করে মানববন্ধন কর্মসূচিটি সফল করবে।
কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর গাবতলী, শ্যামলী, আসাদ গেট, ২৭ নাম্বার রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।
১৪ দলীয় জোটের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এক বিবৃতিতে ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সংস্কৃতিসেবী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে মানববন্ধনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী পর্যন্ত এ এলাকায় মানববন্ধনে নেতৃত্ব দেবেন দলের কেন্দ্রীয় নেতা নূহ-উল-আলম লেনিন, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, মিজবাউদ্দিন সিরাজ, হাছান মাহমুদ, জাসদের শিরিন আকতার, ওয়ার্কার্স পার্টির শাহানা ফেরদৌসী লাকী, ন্যাপের জহিরুল হক প্রমুখ।

শ্যামলী থেকে ২৭ নাম্বার সড়ক পর্যন্ত এ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রাজিউদ্দিন আহমেদ রাজু, জাহাঙ্গীর কবীর নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুছ ছাত্তার, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মির্জা আজম, ন্যাপের রুনু আহম্মেদ, গণতন্ত্রী পার্টির খায়রুল, জাসদের মো. খালেদ প্রমুখ।

ধানমিন্ডর ২৭ নাম্বার সড়ক থেকে রাসেল স্কয়ার পর্যন্ত এলাকায় সতীশ চন্দ্র রায়, ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ন্যাপের পরিতোষ দেবনাথ এবং অপু উকিল ও সাধনা দাসগুপ্তা প্রমুখ।

রাসেল স্কয়ার, থেকে বসুন্ধরা মার্কেট পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাম্বাসেডর জমির, এ. এফ. এম ফখরুল ইসলাম মুন্সি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, আহমদ হোসেন, ড. আবদুস সোবহান গোলাপ, এইচ. এন আশিকুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এস.এম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির এনামুল হক এমরান, ন্যাপের নজরুল মজিদ বেলাল, গণতন্ত্রী পার্টির শরাফত আলী প্রমুখ।

বসুন্ধরা মার্কেট থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের আ. হ. ম মোস্তফা কামাল (লোটাস কামাল), স্থপতি ইয়াফেস ওসমান, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, প্রফেসর ডা. আলাউদ্দিন আহমেদ, প্রফেসর ডা. আব্দুল মান্নান, কামাল মজুমদার, আসাদুজ্জামান খান কামাল, পিনু খান, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ তৌহিদ, ন্যাপের অ্যাডভোকেট আমিনুল ইসলাম, গণতন্ত্রী পার্টির কানন আরা প্রমুখ।

সোনারগাঁও হোটেল থেকে শাহবাগ মোড় পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের অ্যাডভোকেট সাহারা খাতুন, মো. একেএম রহমত উল্লাহ, এম এ মান্নান, ন্যাপের অ্যাড. রুহুল আমিন, গণতন্ত্রী পার্টির ডা. সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের এস. এম পল্টন প্রমুখ।

শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, ড. মির্জা জলিল, বীর বাহাদুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সিমিন হোসেন রিমি, আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী, একেএম এনামুল হক শামীম, সাম্যবাদী দলের অধ্যাপক প্রদ্যুত কুমার ফণি, ওয়ার্কার্স পার্টির মাহমুদুল হাসান মানিক, ন্যাপের নাসিমা হক, গণতন্ত্রী পার্টির কমল ঘোষ প্রমুখ।

মৎস্য ভবন থেকে পল্টন মোড় পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, অসীম কুমার উকিল, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, ওয়ার্কার্স পার্টির অ্যাড. আকসির এম চৌধুরী, সাম্যবাদী দলের আবু হামেদ সাহাবুদ্দিন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসীত বরণ রায়, ন্যাপের ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির শহীদুল ইসলাম বাবলু প্রমুখ।

পল্টন মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, ডা. দীপু মনি, বি. এম মোজাম্মল হক, আসাদুজ্জামান নূর, র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, আমিরুল হক আমীন, সাম্যবাদী দলের লুৎফর রহমান, ওয়ার্কার্স পার্টির দীপংকর সাহা দিপু, ন্যাপের অ্যাডভোকেট ফজলুল হক, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাৎ, জাসদের নাজমুল হক প্রধান ও মীর আক্তার হোসেন প্রমুখ।

গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত এলাকায় নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের মতিয়া চৌধুরী এমপি, মোহাম্মদ নাসিম এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ, মাহবুবউল আলম হানিফ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মৃণাল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজিদুল ইসলাম খান, ন্যাপের আব্দুর রশিদ সরকার, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, প্রমুখ।

ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবের হোসেন চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ, ফজিলাতুন নেসা ইন্দিরা, বেগম মন্নুজান সুফিয়ান, মোস্তফা ফারুখ মোহাম্মদ, কমিউনিস্ট কেন্দ্রের সালাহউদ্দিন, ওয়ার্কার্স পার্টির আব্দুল খালেক, ন্যাপের পার্থ মজুমদার, গণতন্ত্রী পার্টির মাহমুদুর রহমান বাবু, সাম্যবাদী দলের হারুন চৌধুরী প্রমুখ।

রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের ‍ এইচ. টি ইমাম, ড. মশিউর রহমান, নূরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ন্যাপের অধ্যাপক মামুন, গণতন্ত্রী পার্টির অ্যাড. শেখ আলাউদ্দিন, সাম্যবাদী দলের মোসাহিদ আহমেদ প্রমুখ।

সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের ড. মো. আব্দুর রাজ্জাক, ফরিদুন্নাহার লাইলী, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, নসরুল হামিদ বিপু, নূরুল মজিদ হুমায়ূন, হাবিবুর রহমান মোল্লা, অ্যাড. সানজিদা খানম, ওয়ার্কার্স পার্টির তপন দত্ত, ন্যাপের তাজুল ইসলাম, গণতন্ত্রী পার্টির অ্যাড. রফিক উদ্দিন, জাসদের শহীদুল ইসলাম প্রমুখ।
ইএইচএস/এপিএইচ/

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার