এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:১৬
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বসবে প্রথমবারের মতো টি২০ ফরম্যাটের এশিয়া কাপ ক্রিকেট। এ লক্ষ্যে রোববার ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা অনেকটাই কয়েকদিন আগে ঘোষিত টি২০ বিশ্বকাপের স্কোয়াডের মতোই। বদল শুধু মাত্র এক জায়গায়। নেই তামিম ইকবাল, তার বদলে ফিরেছেন ইমরুল কায়েস।
গত এশিয়া কাপে চোটের কারণে খেলতে পারেননি তামিম। এবার অবশ্য কারণটি ভিন্ন। ঘরে আসছে নতুন অতিথি। ব্যাংককে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই তামিম আগাম ছুটি নিয়েছে বিসিবির কাছ থেকে। পিএসএলের খেলা শেষ করে দেশে ফিরেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন তামিম।
এশিয়া কাপের দল: মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নূরুল হাসান সোহান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন