পশ্চিমবঙ্গে ৫ বছর অবস্থানকারী বাংলাদেশিদের নাগরিকত্ব দেয়ার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:০১
যেসব বাংলাদেশী সর্বনিম্ন ৫ বছর পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তাদেরকে নাগরিকত্ব দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য স্টেটসম্যানের এক খবরে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোটারদের একত্রিত করে তাদের ভোট আদায়ের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের পুশব্যাকের ঘোষণা দিয়েছিলেন তখন প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদি। এবার বিধান সভা নির্বাচনের আগে মমতা তার উল্টো পদক্ষেপের কথা ঘোষণা করলেন। রিপোর্টে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মমতা।
এ সময় তিনি বলেন, যেসব মানুষ সীমান্ত অতিক্রম করে ৫ বছর বা তারও বেশি সময় পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদেরকে নাগরিকত্ব দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানাবো, যাতে তারা এসব মানুষকে নাগরিকত্ব দিতে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, নাগরিকত্ব দেয়ার সর্বময় ক্ষমতা এখন কেন্দ্রীয় সরকারের হাতে।
এ জন্য তিনি কেন্দ্রের প্রতি ওই আহ্বান জানাবেন। তার এ আহ্বান কেন্দ্রীয় সরকার শুনবে কিনা তা এক বিতর্কের বিষয়। তবে তিনি এ আহ্বান এমন এক সময়ে জানালেন যখন রাজ্যের বিধানসভা নিকটবর্তী। এ রাজ্যে বড় একটি সংখ্যক মানুষ আছেন যারা নাগরিক অধিকার ভোগ করছেন নাগরিকত্ব ছাড়াই। এমন জনসংখ্যা সম্পর্কে কোন রেকর্ড নেই। তাদেরকে নাগরিকত্ব দিয়ে বৈধ পরিচয় দেয়ার ইচ্ছা ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।