প্রচ্ছদ

ইউপি ভোটেও জোটগতভাবে বিএনপি

১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫১

ফেঞ্চুগঞ্জ সমাচার

530c83601f3b2-Fakhrulআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘একক’ প্রার্থীর পক্ষেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কাজ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, “বৈঠকে ইউপি নির্বাচনে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, জোট মনে করে, সরকার একতরফাভাবে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, এটা গভীর ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত তাদের।

“তারপরও এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এজন্যই নেওয়া হয়েছে যে, ২০ দলীয় জোট নির্বাচনকে চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে মনে করে।”

এর আগে গত বছর প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে জোটগতভাবে লড়াই করেছে দশম সংসদ নির্বাচন বর্জনকারী নবম সংসদের বিরোধী দল বিএনপি।

নির্বাচন কমিশনের ওপর সরকার হস্তক্ষেপ করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “আমরা সব সময় প্রত্যাশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ করবে না।

“নির্বাচন কমিশন যদিও আজ পর্য়ন্ত প্রমাণ করতে পারেনি, তারা স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। তারা বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

ফখরুল বলেন, “ইউপি নির্বাচনের ফলাফল কী হতে পারে, বিগত নির্বাচনগুলোতে তা আমরা দেখেছি। তারপর জনগণের সঙ্গে সম্পৃক্ত ও মানুষের কাছে যাওয়ার জন্য আমরা ইউপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণা পর সীমানা ও আইনি জটিলতার কারণে এই ধাপ থেকে ১৩টি ইউপিকে বাদ দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৭৩৯টি ইউপিতে ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি চলবে বাছাই।

মোট ৬ ধাপে এবার ৪ হাজার ২৭৯ ইউপিতে নির্বাচন শেষ করতে চায় কমিশন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এই বৈঠকে

শরিকদের মধ্যে প্রার্থী চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এটা আপনারা পরে জানতে পারবেন।”

জোটের বৈঠকে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নিন্দা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠকে ২০ দলীয় জোটের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপার শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জমিয়তে উলামে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা রেজাউল করীম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, বিজেপির আবদুল মতিন সউদ, ন্যাপ ভাসানীর গোলাম মোস্তফা আখন্দ, ন্যাপের সাহিদ-উন নবী ডাবলু, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মানিক ও খোকন চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

প্রত্যয়নপত্র দেওয়া শুরু বিএনপির

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের কাছে প্রতীক বরাদ্দের প্রত্যায়নপত্র দেওয়ার কাজ শুরু করেছে বিএনপি।

শুক্রবার সকালে গুলশান কার্যালয়ে এই কাজ শুরু হয়। সারা দেশ থেকে আসা প্রার্থী ও তার সমর্থকরা প্রত্যয়নপত্র নিচ্ছেন। দলের পক্ষে যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান দলীয় প্রতীক ধানের শীষ প্রদানের জন্য প্রত্যয়নপত্রে স্বাক্ষর করছেন।

রাতে জোটের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বগুড়ার দুপচাচিয়া তালোরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোজাফফর হোসেন খন্দকারকে ধানের শীষের প্রতীক বরাদ্দের প্রত্যায়নপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শাহজানান বলেন, “আমরা আজ প্রায় ২৫০টি ইউনিয়নের একক প্রার্থীর কাছে প্রতীক বরাদ্দের প্রত্যায়নপত্র দেওয়ার কাজ শুরু করেছি।”

এ সময়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার