শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই —– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৫৫
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শারীরিক ও মানুসিক বিকাশ সাধনে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য খেলাধুলায় উৎসাহিত করে আসছে। শুধু লেখাপড়া করলেই চলবেনা শরীরিকে সুস্থ রাখাত হবে। আর শরীরির সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই। বর্তমান যুগের সাথে তাল মিলাতে হলে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষাক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই। তিনি শিক্ষার্থীদের সরকারী সুযোগ সুবিধা গ্রহণ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২০ ফেব্রæয়ারী শনিবার বেলা ২টায় কলেজ ক্যাম্পাসে দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (ইংরেজী) শারমিন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডাঃ মোঃ শামিমুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলাম, তেতলী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ময়নুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া ও আতাউর রহমান টুনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল, দৈনিক সিলেটের ডাক এর দক্ষিণ সুরমা প্রতিনিধি ও সিলেট আমার সিলেট ডটকম এর প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুসিক, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, প্রধান শিক্ষক তমাল কান্তি দেব, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানাওর আলী সোনা, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম এরশাদ, ইউপি সদস্য সেলিম আহমদ, প্রবাসী রুবেল রহমান, কলেজ গভর্নিং বডির সদস্য সুফিয়ানুল করিম চৌধুরী, হাজী বাবুল মিয়া, আব্দুল হাই খসরু, হাবিবুর রহমান চৌধুরী, শিক্ষার্থীদের মধ্যে ফয়জুন্নেছা নোভা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মিজানুল কবির, ফখরুল ওয়াহেদ চৌধুরী, বিশ^জিত দেব, সুহেনাজ তাজগেরা, মাহমুদা সুলতানা, মোহাম্মদ আবু হানিফ ও মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক তপতী রায়, শেখ মোঃ আব্দুর রশিদ, রোকেয়া বেগম, শক্তি রাণী সরকার, নন্দ কিশোর রায়, আবুল কালাম আজাদ, এম.এ মালেক, জেনি বেগম ও শিল্পী দত্ত, বিপিএড মাহবুবা খানম চৌধুরী, প্রদর্শক মোঃ সাদেকুল ইসলাম, সহ গ্রন্থাগারিক শিরিন সুলতানা প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী সুহা বেগম, গীতা পাঠ করেন ছাত্রী পূজা সাহা।
পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিনে। সবশেষে কলেজ কালচারাল ক্লাব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।