যুবকরা দেশ ও জাতির চালিকা শক্তি ——– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০৩
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষা প্রসারে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে। যুবকরা দেশ ও জাতির চালিকা শক্তি। তাদের মাধ্যমে দেশের উন্নয়নের দিক উন্মোচিত হয়। সমাজের প্রতিটি ভালো কাজে যুবকদের অবদান সব সময়। নিরক্ষরতা দূরীকরণে যুব সমাজের অবদান গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তিখাতে শিক্ষার্থীদের আরো জ্ঞান অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার প্রতি বেশি মনোযোগী হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই দেশ উন্নত হবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দক্ষিণ সুরমার শিক্ষার মান উন্নয়নে বিগত দিনের চেয়ে বর্তমান অভিভাবগণ অনেক বেশি সচেতন। শিক্ষার মান উন্নয়য়নে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব সমাজকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২০ ফেব্রুয়ারী শনিবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বদিকোণাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয় উদ্যোগে যুব সমাজকে শিক্ষার মানোন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলী, বনফুল এন্ড কোং সিলেট অঞ্চলের চেয়ারম্যান আলহাজ¦ তফজ্জুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তুরণ মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ ময়নুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ¦ শাহ আলম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ, সদস্য আফতাব আলী, হোসাইন আহমদ হোসেন আলী, শিক্ষানুরাগী সদস্য মকবুল হোসেন, সাবেক শিক্ষার্থী লায়েক আহমদ, ইকবাল আহমদ আফাজ, হোসেন মিনহাজ, ফয়েজ আহমদ, শামীম আহমদ, কামাল আহমদ, আবুল খায়ের সুমন, নিজামুর রহমান নিজাম, আব্দুল হামিদ, কামরুল হোসেন, লিটন আহমদ, মোঃ শাহজাহান, শরীফ আহমদ, আল আমীন, ১০ম শ্রেণীর ছাত্রী ফাহিদা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ছাহাবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রাজ্জাক হোসেন, শাহ ছমির উদ্দিন, নজমুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, সিজিল মিয়া, ব্যবসায়ী গুলজার আহমদ, আলহাজ¦ আব্দুল আহাদ, আব্দুল বাছিত রানা, আতিকুর রহমান আতিক, নূরুল ইসলাম, মোহাম্মদ আলী, মালেক আহমদ, আকবর হোসেন মুক্তা, আলী হোসেন মেম্বার, আকবর আলী মেম্বার, মকছুদুল করিম নুহেল, প্রবাসী রুবেল আহমদ, রুমেল, সুজন, জুয়েল, সুমন, জুবের, শাকিল আহমদ, আলমগীর কবির সালেহ, বেলায়েত হোসেন চয়ন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ।
এর আগে ইকবাল চিশতী ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষক মিলনায়তনের জন্য চেয়ার টেবিল প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাব এর উদ্বোধন করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ম্যানেজিং কমিটির সদস্য মরহুদ আব্দুল মছব্বির সহ অন্যান্য মরহুম সদস্যদের রূহে মাগফেরাত কামান করে মোনাজাত পরিচালনা করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।