প্রচ্ছদ

সিরাজ উদ্দীন আহমদ একডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২১

ফেঞ্চুগঞ্জ সমাচার

01-17-660x330দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা পাশাপাশি দেশে সুনাম সারা বিশেষ ছড়িয়ে যায় সম্ভব। তাই বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ, অবকাঠামোগত উন্নয়ন, কম্পিউটার প্রদান এর পাশাপাশি খেলাধুলায় পৃষ্ঠপোষকা করে আসছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২১ ফেব্রুয়ারী রোববার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর সিরাজ উদ্দিন আহমদ একাডেমী ও সিরাজ কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রতিষ্ঠাতার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ শামিমুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলাম, তেতলী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দৈনিক সিলেটের ডাক এর দক্ষিণ সুরমা প্রতিনিধি ও সিলেট আমার সিলেট ডটকম এর প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুসিক।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী শাইস্তা মিয়া, শাহ আলী রাজা, শাহ ছমির উদ্দিন, আতিকুর রহমান, প্রবাসী খালেদ আহমদ, আখতার হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহমান রানা, মুদাব্বির আহমদ, আবুল হাসনাত, হেলাল আহমদ, প্রবাসী রুবেল আহমদ, আব্দুল কাদির সাদেক, আব্দুল বাছিত ছোবা মেম্বার, সেলিম আহমদ মেম্বার।
পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিনে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার