লালাবাজার স্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সভা শিক্ষার মান্নোয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে ভ‚মিকা অপরিসীম : মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৬ জানুয়ারি ২০১৬, ২০:৪৮
দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক জাতীয় কমিটির অন্যতম সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, গভর্ণিংবডি, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে ভ‚মিকা অপরিসীম। শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের প্রতিদিন উপস্থিতি তদারকি করে অনুপস্থিত থাকলে অভিভাবকদের বিষয়টি অবহিত করতে হবে। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য বজায় থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৫ জানুয়ারী শুক্রবার বেলা ৩টায় দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অধ্যক্ষ আইউবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্ণিংবডির সদস্য ওয়ারিছ আলী, আসাব আহমদ, আশিক আলী, আবু হাসান চৌধুরী, মুক্তর মিয়া, আব্দুল খালিক, ফরিদা ইয়াসমিন ও জাহাঙ্গির আলম মুসিক। সভায় স্কুল এন্ড কলেজে শতবর্ষ উদযাপন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী তেতলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুল মছব্বিরের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগের বর্ধিত সভায় যোগদান করেন।