বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৬
বিশ্ববাজারে আবারোও কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে অশোধিত তেলের দাম
বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার দিন শেষে অশোধিত তেলের দাম বাড়ে প্রায় ৭ শতাংশ। প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম দাঁড়ায় ৩৪ ডলারের কিছু বেশি।
যুক্তরাষ্ট্র শেল ওয়েলের উৎপাদন কমাতে পারে এমন সংবাদেরই ইতিবাচক প্রভাব পড়েছে তেলের বাজারে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বেড়েছে তেল কোম্পানিগুলোর শেয়ারের দর।
এদিকে তেলের দাম বৃদ্ধির মিশ্র প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে। মঙ্গলবার জাপানের নিকেই সূচক বৃদ্ধি পেলেও কমেছে দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কোসপি, এছাড়া অপরিবর্তিত ছিলো হংকংয়ের হ্যাংসেং সূচক।
২০১৪ সালের জুন থেকে বিশ্ববাজারে কমতে থাকে তেলের দাম। এক পর্যায়ে দাম কমে ২৮ ডলারে নেমে আসে। গেল কয়েক সপ্তাহ ধরেই তেলের দাম বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেয় উৎপাদনকারি দেশগুলো। তেল উৎপাদনের পরিমাণ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব, রাশিয়া, কাতার এবং ভেনিজুয়েলা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন