প্রচ্ছদ

নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের জন্য জমি ক্রয় অনুষ্টানে মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি।

২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

12734063_931049430275990_8049578811384828304_nদক্ষিণ সুরমা উপজেলা নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের নিজস্ব অর্থায়নে জমি ক্রয় রেজিষ্ট্রেশন অনুষ্টানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মাহমুদ-উস সামাদ চৌাধুরী এমপি সিলেট-৩। আরও  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, উপজেলা ভূমি কর্মকর্তা বিজেল ব্যানার্জী, দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম,সাধারণ সম্পাদক রইছ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কলেজ গভর্নিং বডির সদস্য ফারুক আহমদ, কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা কলেজ গভর্নিং বডির সকল সদস্য বৃন্দ সহ অনেকে।12744478_931049500275983_690536154410249610_n

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার