জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল পরিদর্শনে উদ্যোক্তারা
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৬
দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের প্রথম ক্যাডেট কলেজের আদলে নির্মিত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের কাজ কাজ। প্রায় ২’শ একর ভূমি নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় এ স্কুল নির্মাণ করছেন দেশের বিশিষ্ট শিল্পপতিরা। গত বছরের অক্টোবরে এ প্রতিষ্ঠানের কাজ শুরু হয়। আগামী ২ বছরের মধ্যে প্রতিষ্টানের কাজ শেষ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
শনিবার স্কুল পরিদর্শনে আসেন বিদ্যালয়ের পরিচালকরা। স্কুল পরিদর্শনে উপস্থিত ছিলেন-জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের চেয়ারম্যান সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান তপন চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, পূবালী ব্যাংকের পরিচালক এম. ইয়াকুব কবীর, আনন্দ নিকেতন স্কুলের চেয়ারম্যান ও শিল্পপতি সাফওয়ান চৌধুরী, স্কলার্স হোম স্কুলের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. কবীর চৌধুরী, প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী, রানা মজুমদার, রুনা মজুমদার, হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী. যুক্তরাজ্য কমিউনিটি নেতা কাউসার চৌধুরী, জগলুল আহমদ প্রমূখ।
এ সময় পরিচালকরা বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে লেখাপড়া করছে। এতে দেশের অনেক অর্থ বাইরে চলে যাচ্ছে। এছাড়া তারা সেভাবে প্রশিক্ষিত হতে পারছেনা। দেশের সন্তানদের কথা চিন্তা করে এ প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানান। তারা আরো জানান, প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীরা যাতে বেড়ে উঠে এবং কোলাহল মুক্ত পরিবেশে যাতে শিক্ষার্থীরা বেড়ে উঠতে পারে এদিক বিবেচনা করে ওই এলাকার ভূমি নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। এ প্রতিষ্টানটি অনেকটাই ক্যাডেট কলেজের আদলে নির্মাণ করা হচ্ছে বলে উদ্যোক্তারা জানান।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন