শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৪
এশিয়া কাপে রোববার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৫ রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগার বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দৃর্বল দল আমিরাতের বিপক্ষে জয়ের ফলে হারের দুঃখটা কিছুটা ভুলে যায় মাশরাফিরা।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে পরিবর্তন আসলেও আজকের ম্যাচে হয়তো কোনো পরিবর্তন আসবে না। ব্যাটিং ভালো না হলেও বাংলাদেশের বোলিং বিভাগ ভালোই করছে।
চলুন জেনে নেওয়ার চেষ্টা করি শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
বাংলাদেশ দল (সম্ভাব্য): সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তাজা (অধিনায়ক) আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন