গরীব ও দুস্থ মানুষের সাহায্যে বর্তমান সরকার আন্তরিক —–মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৮ জানুয়ারি ২০১৬, ১৮:৫৭
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার, প্রতির¶া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক জাতীয় কমিটির অন্যতম সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শীতার্ত মানুষের সাহায্যে বর্তমান সরকার আন্তরিক। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সব সময় দেশের গরীব ও দুস্থ শীতার্ত মানুষের নিকট পৌছে দেওয়া হচ্ছে। প্রকৃত দুস্থ শীতার্ত মানুষ প্রধানমন্ত্রীর এ সাহায্য পৌছে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকারের সাহায্যের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৮ জানুয়ারী সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত উপজেলার ১০টি ইউনিয়নের গরীব ও দুস্থ শীতার্ত লোকদের মধ্যে ১ হাজার ক¤^ল বিতরণের কার্যক্রম উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়, সহকারী কমিশনার (ভ‚মি) বিজেন ব্যানার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, কামাল বাজার ইউপি প্রশাাসক চন্দন দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আবাহন মজুমদার, আ’লীগ নেতা শাহ ছমির উদ্দিন, গুলজার আহমদ, মোগলাবাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মে¤^ার, দাউদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কুচাই ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুুরী দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের শিক্ষক নিয়োগ কার্যক্রমে অংশ নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আলিয়া মাদরাসা মাঠের জনসভা সফল করার লক্ষ্যে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।