প্রচ্ছদ

প্রথমবারের মতো নারী সেনার নেতৃত্বে আইভোরিকোস্টে কন্টিনজেন্ট মোতায়েন

২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

60685b9ff11978b886a3054377697e33-56d3bd168ff26শান্তিরক্ষী দল

নারী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভোরিকোস্টে কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নারী সেনার নেতৃত্বে কন্টিজেন্ট মোতায়েন করা হলো।

কর্নেল ডা. নাজমা বেগমের নেতৃত্বে ৫৬ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর একটি মেডিক্যাল কন্টিনজেন্ট শনিবার রাতে ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

আইভোরিকোস্টে লেভেল-২ হাসপাতালে কন্টিনজেন্টটি চিকিৎসা সেবা প্রদান করবে। ৫৬ সদস্যের এ দলে ছয়জনই নারী।

কর্নেল ডা. নাজমা সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী অধিনায়ক হিসেবে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের নেতৃত্ব দেন এবং অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস হিসেবে ১১ পদাতিক ডিভিশন (বগুড়া সেনানিবাস)-এ কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় আইভোরিকোস্টে সুনামের সঙ্গে শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত আছে। আইভোরিকোস্টের বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সেদেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার