ফরমালিন ব্যবহার দেখভাল করবেন ডিসি-ইউএনও
০১ মার্চ ২০১৬, ১৯:৪৩
আইন অনুযায়ী এখন থেকে ফরমালিন পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার দেখভাল করবেন জেলা প্রশাসক (ডিসি)। ডিসি ও ইউএনওরা সরকারের নির্দেশ অনুযায়ী এ কার্যক্রমের বিষয়ে দেখভাল করবেন বলে নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এক সপ্তাহের মধ্যে এ নির্দেশনা জারি করা হবে বলেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ফরমালিনের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার এ ছয়টি কার্যক্রম যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সব স্টেকহোল্ডারদের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে ফরমালিন নিয়ন্ত্রণ আইন ও ফরমালিন বিধিমালার ওপর অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভার আলোকে ২৯ ফেব্রুয়ারি এ নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই কমিটির কার্যক্রম সুস্পষ্ট করতেই ফরমালিন পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার দেখভাল করার জন্য জেলা প্রশাসক ও ইউএনওদের কার্যক্রম সম্পর্কে পৃথক নির্দেশনা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৫ সালে প্রণীত ফরমালিন নিয়ন্ত্রণ আইনে উল্লেখ রয়েছে, কোনও ব্যক্তি লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার করতে বা দখলে রাখতে পারবেন না। আর ফরমালিনের পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। এই আইনের অন্য বিধানে যা কিছুই থাকুক না কেন, কোনও ব্যক্তি এই আইনের অধীন লাইসেন্স পাওয়ার বা নবায়নের যোগ্য হবেন না, যদি তিনি লাইসেন্সের কোনও শর্ত বা বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনও শর্ত ভঙ্গ করেন। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক জেলায় ও উপজেলায় ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি নামে একটি করে কমিটি থাকবে।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫ ও ফরমালিন নিয়ন্ত্রণ বিধিমালা-২০১৫-এর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
২৩ ফেব্রুয়ারির বৈঠকে, কোনও ব্যক্তি লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার করতে না পারে সে বিষয়টি আলোকপাত করা হয়েছে। ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কিভাবে হবে, তা বৈঠকে উপস্থিত সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। উৎপাদনের জন্য লাইসেন্স দেবে শিল্পমন্ত্রণালয়। ফরমালিন আমদানির আবেদন পেলে আমদানির অনুমোদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন