এশিয়া কাপের ফাইনালে ভারত
০১ মার্চ ২০১৬, ২৩:৪৪
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এটি ভারতের টানা তৃতীয় জয়। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরে শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে প্রায় ছিটকে পড়েছে বলা যেতে পারে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কানরা। খেলার শুরুতে চান্দিমালকে (৪) ফেরান নেহরা। ২.২ ওভারে দলীয় ৬ রানে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৫ রানে আউট হন শেহান জয়সিুরিয়া (৩)। তাকে আউট করেন বুমরাহ।
এরপরে আঘাত হানেন হার্দিক পান্ডে। ৬.১ ওভারে দলীয় ৩৩ রানে পান্ডের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন দিলশান (১৮)। দলীয় ৫৭ রানে পান্ডের বলে আউট হন ম্যাথুস (১৮)। ফলে ৫৭ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা।
সিরিবর্ধনে ও কাপুগেদারার কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। ১৬.১ ওভারে দলীয় ১০০ রানে সাজঘরে ফিরেন সিরিবর্ধনা (২২)। ওই ওভারের শেষ বলে রানআউটের শিকার হন দাসুন শানাকা (১)। এরপরে ফিরে যান কাপুগেদারাও। তবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৩০ রান করেছেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ, অশ্বিন ও পান্ডে।
১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুটি উইকেট হারিয়ে ফেলে ভারত। দলীয় ১৬ রানে ফিরে যান ধাওয়ান (১) ও রোহিত (১৫)। তবে এরপরই ঘুরে দাঁড়ান কোহলি-রায়না। দলীয় ৭০ রানে ভাঙে এ জুটি। ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফিরেন রায়না। এরপর ক্রিজে এসে ঝড়ো গতিতে রান তোলা শুরু করেন যুবরাজ সিং। ১৮ বলে ৩৫ রান করে আউট হন তিনি। তবে শেষ পর্যন্ত ৪৭ বলে ৫৬ রানে অপরাজিত থেকে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি।
৩ মার্চ মূল পর্বে নিজেদের শেষ ম্যাচে আমিরাতের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। পরদিন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন ম্যাথুস-চান্দিমালরা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন