বিল ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা আইন ভঙ্গের অভিযোগ
০৩ মার্চ ২০১৬, ১৭:৫৯
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা আইন ভঙ্গের অভিযোগ
এনে তাকে গ্রেপ্তারের দাবি তুলে একটি পিটিশন দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।
এই পিটিশনে বুধবার পর্যন্ত সই করেছেন প্রায় আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি মার্কিন নাগরিক। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মওরা হিলির কাছে জমা দেয়া এই পিটিশনে বলা হয়, বিতর্কিত ও বেআইনি উপায়ে স্ত্রী হিলারির পক্ষে প্রচারণা চালিয়েছেন ক্লিনটন। ম্যাসাচুসেটস রাজ্যের আইন অনুযায়ী ভোটের দিন নির্বাচন কেন্দ্রের ১৫০ ফিটের কাছে কোন ধরণের প্রচারণা চালানো নিষিদ্ধ।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, সুপার টুইসডেতে ওয়েস্ট রক্সবারির কাছে শহরের মেয়রকে নিয়ে একটি নির্বাচন কেন্দ্রে ঢুকে পড়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতেই তিনি এমন কাজ করেন বলে অভিযোগ উঠেছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন