প্রচ্ছদ

ভারতের বিমানবাহী রণতরীতে আগুন

০৭ মার্চ ২০১৬, ১২:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

0ade066c1539c2f9cee6f254939b6299-56dcff3e95b60ভারতের বিমানবাহী রণতরী আইএনএস ‘বিরাট’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশু সিং নামের এক নাবিক মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। মৃত নাবিক বিরাটের চিফ ইঞ্জিনিয়ারিং মেকানিক ছিলেন। গোয়ার হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এছাড়া আগুন এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও তিন নাবিক। তাদের চিকিৎসা চলছে। অবশ্য তারা বিপদমুক্ত বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রবিবার আইএনএস বিরাট-এর বয়লার রুমে গরম বাষ্প ছড়িয়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আইএনএস বিরাটকে রবিবার বিকেলে গোয়াতে মোতায়েনের পর এই অগ্নিকাণ্ড হয়। স্বাভাবিক তৎপরতার অংশ হিসেবেই গোয়াতে এ বিমানবাহী রণতরীটি মোতায়েন করা হয়েছিল।

চলতি বছরের শেষ দিকে আইএনএস বিরাটকে নৌবাহিনীর দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হবে। অবশ্য রবিবারই শেষবারের মতো এ রণতরী থেকে আকাশে উড়েছে সি হ্যারিয়ার জঙ্গিবিমান। আর এ দিনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

২০১৩ সালেও মুম্বাই উপকূলে মোতায়েন থাকার সময়ে এ রণতরীতে এক দফা আগুন ধরেছিল। শীতাতপ ব্যবস্থার ত্রুটির কারণে সে সময় আগুন ধরলেও ভারতীয় নৌবাহিনীর সদর দফতর থেকে তখন একে ছোটখাট ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল। সূত্র: এনডিটিভি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার