প্রচ্ছদ

বনশ্রীতে ভাইবোন হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর

০৭ মার্চ ২০১৬, ১২:৫৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

1e8f24ed976a10ce16700d775114a524-56d74d9f7ae69মায়ের সঙ্গে অরনী ও আলভী

রাজধানীর বনশ্রীতে ভাইবোন হত্যা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে রামপুরা থানা। সোমবার সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি এখন থেকে ডিবি তদন্ত করবে। থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে রামপুরার বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর বাসার পঞ্চম তলায় নুসরাত ও আলভীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাদের মা জেসমিন ও খালা মিলা সাংবাদিকদের জানিয়েছিলেন, খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্তে চিকিৎসকরা জানান, তাদের হত্যা করা হয়েছে। এরপর শিশু দুটির পরিবারের সদস্য, শিক্ষক, বাসার নিরাপত্তারক্ষী ও চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার, বাবুর্চিসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার লাশ দাফনের পর গ্রামের বাড়ি থেকে শিশু দুটির বাবা-মাকে ঢাকায় নিয়ে আসে র‌্যাব। ব্যাপক জিজ্ঞাসাবাদে সন্তানদের হত্যার কথা মা জেসমিন স্বীকার করেন বলে দাবি করে র‌্যাব।

এরপর শিশু দুটির বাবা আমান উল্লাহ বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেসমিনকে একমাত্র আসামি করা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান শুক্রবার জেসমিনের ১০ দিনের রিমান্ড চান। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে রয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার