১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দু’টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করছেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৫ মার্চ ২০১৬, ১০:৩৩
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতির মাধ্যমে জনগণের আশা আকাঙ্কা পূরণ করছে। এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা জনসম্মুখে তুলে ধরতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী আরো বলেন, সিলেট-৩ নির্বাচনী এলাকার ১৮টি ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জনগণের আশা-আকাক্সখা পূরণে আমি অঙ্গিকারবদ্ধ। ইনশাআল্লাহ বর্তমান সরকারের আমলে সকল সমস্যা সমাধান করা হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৪ মার্চ সকালে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দু’টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা আ’লীগ নেতা নাসির উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নূরু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, লেবু মিয়া, যুবলীগ নেতা মইনুল ইসলাম সালেহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল কয়েস, তুহিন মনসুর, জিয়াউল হক পান্না, পারভেজ আহমদ, জুলহাস আহমদ প্রমুখ।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৬৫ লাখ টাকা ব্যয়ে উসমানীগঞ্জ বাজার- পশ্চিম গৌরীপুর, ৫৫ লাখ টাকা ব্যয়ে আজিজপুর বাংলা বাজার সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন।