প্রচ্ছদ

বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন তা আজ বাস্তব হচ্ছে-মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি।

১৭ মার্চ ২০১৬, ১৩:৪৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

20160317_104627১৭ মার্চ ২০১৬ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ  উপজেলা পরিষদের উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য জননেতা মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন ৭৫ এর ঘাতকরা তা পুরন করতে দেয়নি। তার সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেই স্বপ্ন পুরন হচ্ছে। ২০২১সালে শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। ২০৪১ সালে দেশ বিশ্বের দরবারে মাথা উচু করে উন্নত দেশে পরিনত হবে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত,সভা পরিচালনা করেন শিক্ষক সমিতির সভাপতি শহিদুজ্জামান ছুটু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, জুবেদ আহমদ চৌধুরী শিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, মাশার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম মিছলু, পারভেজ আহমদ। সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর জন্মদিনের উপর প্রবন্ধ উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন। পরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আলোচনা সভার অনুষ্ঠানে যোগদেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার