বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলো ওসমানী মেডিকেল কলেজ।
১৭ মার্চ ২০১৬, ১৭:৩৭
১৭ মার্চ ২০১৬ :: বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজকে। এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
দেশের অন্যতম সেরা চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছেন সিলেটবাসী। এ শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যাপারে একাধিকবার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ সিলেট সফরে এসে আলীয় মাদ্রাসা মাঠের জনসভায় প্রধানমন্ত্রী ওসামানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে বলে সিলেটবাসীকে ধর্য্য ধরার জন্য বলেন।
অবশেষে সিলেটবাসীর সেই আশা পুরণ হলো। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলো ওসমানী মেডিকেল কলেজকে। পুরণ হলো প্রধানমন্ত্রীর দেওযা আশ্বাসও।
১৯৪৮ সালে সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তিতে সিলেটবাসীর দাবির প্রেক্ষিতে স্কুলটিকে কলেজে রূপান্তর করা হয়। ১৯৬২ সালে সিলেট মেডিকেল কলেজে উন্নীত করার পর ১৯৬৮-৬৯ সালে সম্প্রসারণ করা হয় কলেজ ক্যাম্পাস।
১৯৭১-৭২ সালে ক্যাম্পাসটি কাজলশাহ এলাকায় স্থানান্তর করা হয়। ১৯৮৬ সালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহাম্মাদ আতাউল গণি ওসমানীর নামানুসারে কলেজটির নামকরণ করা হয় ‘সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ’।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন