নিউজিল্যান্ডের টানা দ্বিতীয় জয়
১৮ মার্চ ২০১৬, ২০:১৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে কিউইরা। আর প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ নিলো অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৩৪ রান করতে পারে অস্ট্রেলিয়া। শুরুতে ভালো কিছু করার চেষ্টা করলেও ৪৪ রানের পর কিউইদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অসি বাহিনী। আর সঙ্গে সঙ্গে ম্যাচ থেকেও ছিটকে যেতে থাকে স্মিথের দল। যেখানে সর্বোচ্চ ৩৮ রান আসে ওপেনার উসমান খাজার ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন মিচেল মার্শ।
নিউজিল্যান্ডের পক্ষে একাই ৩ উইকেট নেন ম্যাক্লিনাঘান। দুটি করে নেন কোরে অ্যান্ডারসন ও মিচেল স্যান্টনার। ম্যাচ সেরা হন ম্যাক্লিনাঘান।
এর আগে ধর্মশালায় টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রানের সংগ্রহ গড়ে কেন উইলিয়ামসনের দল।
আগে ব্যাট করে দুর্দান্ত শুরু করে কিউই ব্যাটসম্যানরা। ৭ ওভারেই আসে ৬১ রান। কিন্তু এই স্কোরে ওপেনার গাপটিল ৩৯ রানে ফিরে গেলে সেভাবে আর বড় ইনিংস উপহার দিতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। এরপর আরেক ওপেনার কেন উইলিয়ামসন ২৪, কলিন মুনরো ২৩ ও শেষ দিকে গ্র্যান্ট ইলিয়ট ২৭ রানের পুঁজি সমৃদ্ধশালী একটি ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন জেমস ফকনার ও গ্লেন ম্যাক্সওয়েল। একটি করে উইকেট নেন শেন ওয়াটসন ও মিচেল মার্শ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন