ভারত-পাকিস্তান মহাযুদ্ধ আজ ইডেনে
১৯ মার্চ ২০১৬, ০৮:৫২
১৯ মার্চ ২০১৬ঃ ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে ভারতের মাটিতে। শনিবার রাত ৮টায় এই মহাযুদ্ধটি শুরু হচ্ছে। এই ক্রিকেট যুদ্ধটি হচ্ছে আবার কলকাতার ইডেন গার্ডেনে। এই কারণে বিশেষ আয়োজন থাকছে ইডেনে।
তালিকা দেখে নিশ্চিত করেই বলা যাচ্ছে, বিশ্বের যে কোনও ম্যাচের আয়োজনের চেয়ে সেরা আয়োজন হতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার শনিবারের লড়াইটি।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এখন সিএবির (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) সভাপতি। যেখানে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন ডালমিয়া। তাইতো বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটির আগে সবাইকে মুগ্ধ করতে উঠে পরে লেগেছেন গাঙ্গুলী।
শনিবারের ম্যাচে অনেক রথী-মহারথীদের মিলনমেলা বসছে। ভারতের পক্ষে বিখ্যাত সব সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ থাকবেন। পাকিস্তানের পক্ষে থাকবেন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইনজামাম উল হক।
এরসঙ্গে আরও দুইজন অন্য ভুবনের তারকাও থাকবেন। একজন ভারতের বলিউড তারকা অমিতাভ বচ্চন ও অন্যজন পাকিস্তানের গজল সম্রাট সাফকাত আমানাত আলী।
এদিকে ভারতের পক্ষে জাতীয় সংগীত গাইবেন অমিতাভ আর পাকিস্তানের পক্ষে গাইবেন সাফকাত। সাবেক ক্রিকেটারদের আবার সংবর্ধনা দেওয়া হবে।
সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উপস্থিত হবেন পশ্চিবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সাড়ে ৬ টায় ভাষণ দেবেন। মমতার ভাষণের পরই আধঘণ্টা ধরে চলবে গান-বাজনা, সংবর্ধনা দেওয়া এবং টস। খেলা শুরু হওয়ার আগে অমিতাভ ও সাফকাত জাতীয় সংগীত গাইবেন। এরপরই শুরু হয়ে যাবে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন