প্রচ্ছদ

শাহজালাল বিমান বন্দর নিরাপত্তায় থাকছে ব্রিটিশ প্রতিষ্ঠান,

২০ মার্চ ২০১৬, ০৮:৩১

ফেঞ্চুগঞ্জ সমাচার

 

file (7)হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা দু’বছর সুপারভাইজ করবে ব্রিটিশ এভিয়েশন প্রতিষ্ঠান। একই সঙ্গে প্রশিক্ষণ ও পরামর্শক হিসেবেও কাজ করবে তারা।

রোববা র সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদন শেষে সোমবার একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি হলে প্রতিষ্ঠানটি ২৩ মার্চ কাজ শুরু করবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে,ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সুপারভাইজ করার পাশাপাশি স্ক্রিনিং লোকবল দেবে, সিভিল  এভিয়েশনের স্ক্রিনারদের প্রশিক্ষণ দেবে। দুই বছরের চুক্তি হলেও ছয় মাস পর পর অগ্রগতির পর্যালোচনা করা হবে ।

মন্ত্রণালয় সূত্র জানায়,যুক্তরাজ্যের পরামর্শ অনুযায়ী চারটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এরমধ্যে রেডলাইন এ্যাসিউরড সিকিউরিটি লিমিটেড (Redline Assured Security Ltd) ও রেসট্রাটার প্রতিনিধিরা ঢাকায় এসে সিভিল এভিয়েশন অথরিটির (সিএএবি) সঙ্গে কর্মপরিকল্পনা ও আর্থিক প্রস্তাবনা জমা দিয়েছে। তবে রেডলাইনের সঙ্গে ‍চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটি দু’বছর কাজের জন্য ৭৩ কোটি টাকার প্রস্তাব করেছে। টাকার পরিমাণ কমাতে দরকষাকষি করছে বিমান ও পর‌্যটন মন্ত্রণালয়।

 

জানা গেছে,শনিবার কুর্মিটোলায় সিভিল এভিয়েশন অথরিটির (সিএএবি)কার্যালয়ে ব্রিটিশ এভিয়েশন নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে টেকনিক্যাল প্রজেক্ট প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো কি কি কাজ করবে,তাতে কত খরচ হবে ইত্যাদি বিষয় পর্যালোচনা করা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেননসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার