প্রচ্ছদ

কুলাউড়ায় ৭ ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা

২০ মার্চ ২০১৬, ১৮:৪৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

9ff4d6962584641d01689c440ae64c6d-Moulvibazar-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ৩য় দফা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নে নৌকার কাণ্ডারীরা হচ্ছেন, ১ নং বরমচাল ইউপিতে আব্দুল আহবাব চৌধুরী সাজাহান, ২ নং ভূকশিমইল ইউপিতে মো. রফিকুল ইসলাম রেনু, ৪ নং জয়চণ্ডি ইউপি’তে আব্দুর রব মাহবুব, ৫ নং ব্রাহ্মণবাজার ইউপি’তে মো. মমদুদ হোসেন, ৬ নং কাদিপুর ইউপি’তে মো. সেলিম আহমেদ, ৭ নং কুলাউড়া সদর ইউপি’তে লুৎফুর রহমান চৌধুরী এবং ৮ নং রাউঁৎগাও ইউপি’তে আকবর আলী সোহাগ।

নৌকার টিকেট পাওয়ায় প্রার্থীদের সমর্থকরা নিজ নিজ এলাকায় মিষ্টি বিতরণ, কুশল বিনিময় ও আনন্দ উদযাপন করছেন।

এদিকে দলের ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ণ না করার অভিযোগে বিভিন্ন ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

কুলাউড়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাহাজাহান, কাদিপুর ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর, বরমচাল ইউনিয়নের মো. জামাল হোসেন, রাউৎগাঁও ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন ও ফোজায়েল আহমদসহ অনেক মনোনয়ন বঞ্চিত প্রার্থী তাদের ক্ষোভের কথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী জানান, দলের ত্যাগী নেতা কর্মীদের বঞ্চিত করা হয়েছে। নেতাকর্মীরা হতাশ হয়েছেন। নির্বাচনে তৃণমূলে এর প্রভাব পড়বে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার