প্রচ্ছদ

নতুন প্রজন্ম কে আধুনিক জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে ——— মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৩ মার্চ ২০১৬, ০০:২৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

20160321_160030সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব অপরিসীম। নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদে সমন্বয় সাধন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নতুন প্রজন্ম কে আধুনিক জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি বিদ্যালয় ভবন ও মাঠ সংস্কারের জন্য ৬ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২২ মার্চ মঙ্গলবার দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আব্দুল মুনিম, গভর্ণিংবডির সদস্য শ্যাম সুন্দর রায়, জেসমীন বেগম, সালেহ আহমদ, কনর মিয়া, হারুন মিয়া, তজমুল আলী, আব্দুল জলিল বেলাল, আ ফ ম শামীম।

পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী স্কুল এন্ড কলেজের বিভিন্ন ভবনের রুমগুলো ঘুরে দেখেন এবং রুমগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার