প্রচ্ছদ

সিলেটের ৫ উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ৭ মে

২৮ মার্চ ২০১৬, ১০:৪৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileআগামী ৭ মে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ধাপে সিলেট জেলার তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ।

একইসাথে মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর উপজেলার ইউনিয়নগুলোতেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ধাপে মনোনয়ন দাখিলের শেষ দিন ৭ এপ্রিল, যাচাই-বাছাই ১০-১১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ১৮ এপ্রিল ও ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।

রোববার নির্বাচন কমিশন (ইসি) থেকে এই তথ্য জানানো হয়। চতুর্থ ধাপে ৭৪৩টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার