প্রচ্ছদ

শিক্ষিত জাতি গঠনে লেখাপড়ার বিকল্প নেই ——– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৮ মার্চ ২০১৬, ১০:৫৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileসিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে লেখাপড়ার প্রতি মনোযোগি হতে হবে। শিক্ষিত জাতি গঠনে লেখাপড়ার বিকল্প নেই। খেলাধুলার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরকে যুগোপযুগী শিক্ষা গ্রহণ করার আহবান জানান তিনি।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৭ মার্চ রোববার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের সভাপতিত্বে, অধ্যাপক কামরুল হক, এনামুল হক লস্কর ও বিশির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কামাল আহমদ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, অধ্যাপক মতিউর রহমান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিংবডির সদস্য বাবুল মিয়া, শহিদুর রহমান শাহিন, এম এ শহিদ পংকি, জিল্লুর রহমান সোয়েব, ফারুক আহমদ, মোকারিম আহমদ, কলেজ উপাধ্যক্ষ নেলী কর, অধ্যাপক নির্মলেন্দু দেব, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন শিপা বেগম।

উপস্থিত ছিলেন ছফি মিয়া, এডভোকেট মইনুল ইসলাম, পর্তুগাল প্রবাসী শামীম আহমদ, আখলাকুল আম্বিয়া বাতিন, মাহমুদুল হাসান বাবলু, লন্ডন প্রবাসী জয়নাল আহমদ, বিশিষ্ট মুরব্বি সাজিদুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওয়েস আহমদ, ছাত্রলীগ নেতা জাকারিয়াউল হক প্রমুখ।

কুরআন তেলাওয়াত করেন জুয়েল আহমদ, গীতা পাঠ করেন বিপ্লব চক্রবর্তী।

পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার