প্রচ্ছদ

উজ্জ্বল ত্বকের জন্য গোলাপজল

২৮ মার্চ ২০১৬, ১৬:০৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

imagesপ্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে গোলাপজল। এটি প্রাকৃতিক ঔজ্জ্বল্য নিয়ে আসে ত্বকে। পাশাপাশি দূর করে ব্রণ ও রোদে পোড়া দাগ। গোলাপজল সরাসরি ত্বকে লাগাতে পারেন টোনার হিসেবে। আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ত্বকের জন্য উপকারী ফেসপ্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
গোলাপজল ও মুলতানি মাটি
তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাকটি খুবই কার্যকর। মুলতানি মাটি ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বল হবে ত্বক।

গোলাপজল ও বেসন
ত্বকের জৌলুস বাড়াতে বেসন ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি রোদে পোড়া দাগসহ ত্বকের কালচে দাগ দূর করবে।

গোলাপজল ও টমেটো

সমপরিমাণ গোলাপজল ও টমেটোর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। রোদে পোড়া দাগের মহৌষধ এটি।

গোলাপজল ও আলু

আলু ছেঁচে গোলাপজল মেশান। মুখসহ গলা ও ঘাড়ের ত্বকে লাগান ফেসপ্যাকটি। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করলে ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

গোলাপজল ও জিরা
জিরা ভিজিয়ে রেখে বেটে নিন। গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ দূর করবে এই ফেসপ্যাক।

গোলাপজল ও দই
গোলাপের পাপড়ি পানিতে ভিজিয়ে রাখুন পুরো রাত। পরদিন পানি ফেলে বেটে নিন পাপড়ি। দই ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর হবে।

গোলাপজল ও চন্দন
চন্দনের গুঁড়া ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে এটি।

গোলাপজল, মধু ও ডিম
ত্বকের বলিরেখা দূর করবে এই ফেসপ্যাক। মধু ও ডিমের সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার