প্রচ্ছদ

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুতি শেষ পর্যায়ে

২০ জানুয়ারি ২০১৬, ১৪:৪৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

15417আগামীকাল বৃহস্পতিবার সিলেট সফরে আসছেন টানা দুই বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের শেষ পর্যায়ের কাজ চলছে।

প্রধানমন্ত্রীর যাত্রা পথের ভাঙাচুরা সড়কের মেরামত কাজও সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে নির্মিত হয়েছে  তোরণ।

আওয়ামীলীগসহ দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাগানো পোষ্টার, ব্যানার, ফেস্টুন দেখলে মনে হয় এ যেন অন্য এক নগরী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভাগ জোরে দলীয় সংসদ সদস্যরা প্রচার প্রচারণা ও কর্মীসভায় ব্যস্ত দিন পার করছেন বেশ কয়েকদিন থেকে।

প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনসভাস্থল সিলেট সরকারি  আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরকালে যোগ দেবেন মদন মোহন কলেজের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে।

মঙ্গলবার সরজমিন গিয়ে দেখা গেছে, কলেজটিকে সাজানো হয়েছে ভিন্ন আদলে। ডেকোরেটার্সের কাপড়ে মোড়ানো হয়েছে পুরো কলেজ আঙিনা। নির্মিত হয়েছে মঞ্চ। কলেজের পাকা স্থায়ী তোরণের সাথে সংযুক্ত করা হয়েছে কাঠ হার্ডবোর্ডের তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি। রাতে আলোকসজ্জাতে আরো বর্ণিল হয়ে উঠেছে কলেজে সামনের সড়ক।

স্থানীয় গণমাধ্যম কর্মীরাও বেশ কিছুদিন ধরে প্রতি মুহূর্তের সংবাদ সংগ্রহে ব্যতিব্যস্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে।

আওয়ামীলীগের একাধিক দায়িত্বশীল নেতা প্রধানমন্ত্রীর জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হবে বলে জানিয়েছেন।

এদিকে, আজ বুধবার দুপুর ১২টার দিকে সিলেট নগরীতে বৃষ্টি হওয়ায় জনসভাস্থলে পানি জমার আশঙ্কায় উদ্বিগ্ন হতে দেখা গেছে অনেককেই।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার