গোয়াইনঘাটের ৭ ইউনিয়ন: ৫টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি বিজয়ী
৩১ মার্চ ২০১৬, ২৩:০৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ৪ দলীয় প্রার্থী ও দলের ১ বিদ্রোহী প্রার্থী মিলে ৫জন ও ২টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
১ নং নন্দিরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান আমিরুল (নৌকা) প্রতীক নিয়ে ৫৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন (ধানের শীষ) নিয়ে পেয়েছেন ৫২৪৬ ভোট।
ফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আমিনুর রহমান চৌধুরী (নৌকা) পেয়েছেন ৪৭৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনহাজ উদ্দিন (স্বতন্ত্র) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৩৫ ভোট।
পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী লূৎফুর রহমান লেবু মিয়া পেয়েছেন ১০০৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৫৯৭৯ ভোট।
আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল (নৌকা) পেয়েছেন ৯৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী ফলিক মিয়া (ধানের শীষ) পেয়েছেন ৪৬৭৬ ভোট।
তোয়াকুল ইউনিয়নে বিএনপি প্রার্থী খালেদ আহমদ পেয়েছেন ৪৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লোকমান (নৌকা) পেয়েছেন ৩৭২১ ভোট।
রুস্তমপুর ইউনিয়নে শাহাব উদ্দিন শিহাব (ধানের শীষ) পেয়েছেন ৮৮৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পেয়েছেন ৬৯১২ ভোট।
পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী খালেদ আহমদ (নৌকা) পেয়েছেন ৪৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন আহমদ (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬০০ ভোট।