হার্টের ব্লক খুলুন সার্জারি ছাড়াই..!
০৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৭
আজকাল বয়স হলেই বিভিন্ন মানুষের হার্টের সমস্যা দেখা যায়। ছোটদেরও এখন হার্টের সমস্যা থাকে। তবে বেশিরভাগ সময়ে বয়সের সাথে সাথে এই সমস্যা বৃদ্ধি পেতে থাকে।
হার্টে ব্লক – এই রোগের নামের সাথে আমরা বেশ পরিচিত।
হার্টে ব্লক ধরা পড়লেই রোগীকে অপারেশন করতে বলা হয়। কিন্তু অপারেশন ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন।
প্রয়োজনীয় উপকরণঃ
১. লেবুর রস- ১ কাপ
২. আদার রস- ১ কাপ
৩. রসুনের রস- ১ কাপ
৪. আপেল সাইডার ভিনেগার- ১ কাপ
৫. মধু- ৩ কাপ
তৈরিকরণ পদ্ধতিঃ
লেবুর রস, আদার রস, রসুনের রস এবং আপেল সাইডার ভিনেগার একত্রে মিশিয়ে নিন। এবার হালকা জ্বালে আধা ঘণ্টা ফুটিয়ে নিন। যেন তা ৪ কাপ থেকে তিন কাপ পরিমাণ হয়ে যায়। এবার এই মিশ্রণটি ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হবার পর এর সাথে ৩ কাপ মধু ভালভাবে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি প্রতিদিন সকালে খাবারের আধা ঘণ্টা আগে এক চামচ করে খাবেন। এতে কয়েকদিনের মাঝে হার্ট ব্লক খুলে যাবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন