ফেঞ্চুগঞ্জে ১০ মাসে ৩ লাখ টাকা জরিমানা আদায়
০৪ এপ্রিল ২০১৬, ০০:৩৪
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গত ১০ মাসে ১৯টি আইনের আওতায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট হুরে জান্নাত এই জরিমানা আদায় করেন।
ইউএনওর কার্যালয় সুত্রে জানা যায়, গত জুন থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মোটরযান অধ্যাদেশ,বাংলাদেশ হোটেল ও রেষ্টুরেন্ট আইন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,স্ট্যান্ডার্ড অব ওয়েট এন্ড মেজার্স অডিনেন্স, ড্রাগ(নিয়ন্ত্রন) অধ্যাদেশ, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, গবাদী পশু জবাই (বিধি নিষেধ) এবং মাংস নিয়ন্ত্রণ অধ্যাদেশ, করাতকল (লাইসেন্স) বিধিমালা, বাল্যবিবাহ বিরোধ আইন, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) অদ্যাদেশ, দন্ডবিধি ১৮৬০, পেট্রোলিয়াম আইন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, বন্যপ্রাণী(সংরক্ষণ) আইন, নিরাপদ খাদ্য ও ইভটিজিং আইনসহ ১৯ টি আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ ৯৫ হাজার ১শত ৫০ টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত বলেন- সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। আদায়কৃত অর্থ ব্যাংক চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।