শপথ নিলেন ভারতের প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী
০৫ এপ্রিল ২০১৬, ১৪:১৭
০৫ এপ্রিল ১৬ঃ ভারতের ইতিহাসে এই প্রথম বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন একজন মুসলিম নারী। জম্মু কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন (পিডিপি) প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। সোমবার সকালে জম্মুর রাজ ভবনে শপথ নেন তিনি।
মেহবুবা পিডিপি প্রতিষ্ঠাতা মুফতি মুহাম্মাদ সায়িদ (৫৬)-এর কন্যা। মুখ্যমন্ত্রী
হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি শুধু জম্মু ও কাশ্মীরের প্রথম নারী হিসাবেই বিবেচিত নন, একই সঙ্গে তিনি ভারতের কোন রাজ্যের দ্বিতীয় মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসাবেও ইতিহাস গড়বেন।
এদিকে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছেন তিনি। আর এ কারণে কংগ্রেস এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে।
প্রসঙ্গত, এর আগে ১৯৮০ সালে সায়েদা আনোয়ারা নামে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আরেক মুসলিম নারী। তিনি ১৯৮১ সালের ৩০ জুন পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন