রুপ চর্চায় শসার ফেসপ্যাক
০৮ এপ্রিল ২০১৬, ১৬:১৫
দৈনন্দিন সৌন্দর্যচর্চায় শসার বিকল্প নেই। ভিটামিন সি-এর পাশাপাশি বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে শসায়। শসা টুকরা করে চোখের উপর দিন। দূর হবে ডার্ক সার্কেল। এছাড়া শসার ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে দূর হবে বলিরেখা ও ব্রণ। জেনে নিন কীভাবে তৈরি করবেন শসার বিভিন্ন ফেসপ্যাক-
শসা পেস্ট করে দই, অ্যালোভেরা জেল, মধু ও লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শসা টুকরা করে কেটে ব্লেন্ডারে পেস্ট করুন। ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।শসার রস, টমাটোর শাঁস ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।শসা, কফি পাউডার ও মধু একসঙ্গে মেশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি ত্বক টানটান করতে সাহায্য করবে।শসার রস ও ওটমিল একসঙ্গে মেশান। ৩০ মিনিট পর পেস্ট তৈরি করে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। দূর হবে ত্বকের দাগ।পুদিনা পাতা ও শসা একসঙ্গে ব্লেন্ড করুন। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।কয়েক টুকরা শসা পেস্ট করুন। দুধ ও চিনি মেশান মিশ্রণে। এই ফেসপ্যাক উজ্জ্বল করবে ত্বক।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন