প্রচ্ছদ

শিক্ষার্থীদেরকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগি হতে হবে—–মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১০ এপ্রিল ২০১৬, ১১:০৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileদক্ষিণ সুরমা প্রতিনিধি ঃসিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, খেলাধুলা চিত্তবিনোদনের একটি অংশ। শিক্ষার্থীদেরকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগি হয়ে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৯ এপ্রিল শনিবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সানাওর আলী সোনা মিয়ার সভাপতিত্বে, শিক্ষক তাজ উদ্দিন ও আখতার হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, সিলেট রেড ক্রিসেট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চুনু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া, আওয়ামীলীগ নেতা নজমুল আলম, শাহ ছমির উদ্দিন।

প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য দেলওয়ার হোসেন জোয়ারদার, সেলিম আহমদ মেম্বার, অধ্যাপক মুহিবুর রহমান, শিক্ষক সুয়েব আলী, জামান মিয়া, কুতুব উদ্দিন, আব্দুল মতিন মেম্বার, দুলু মিয়া, হারুনুর রশিদ হিরন, প্রাক্তন ছাত্র আব্দুশ শহিদ, রুহুল ইসলাম, মুজিবুর রহমান, রিপন আহমদ, বেলাল আহমদ জীবন, সুহেল আহমদ, খছরু মিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার