প্রচ্ছদ

ক্লাসে ফিরলেন সিকৃবির শিক্ষকরা

১০ এপ্রিল ২০১৬, ১৮:২১

ফেঞ্চুগঞ্জ সমাচার

sau-121১০ এপ্রিল ২০১৬ :: অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকরা। শিক্ষকরা ক্লাসে ফেরায় ২৫ দিন পর অচলাবস্থা কেটেছে বিশ্ববিদ্যালয়টির। শিক্ষক নিয়োগ নিয়ে প্রক্টর ও রেজিস্ট্রারের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে গত ১৬ মার্চ থেকে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দিয়েছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়- সিকৃবিতে শিক্ষক নিয়োগ নিয়ে গত ১৫ মার্চ রাতে প্রক্টর আবদুল বাছেত ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে প্রক্টরের পক্ষ নিয়ে শিক্ষকরা এবং রেজিস্ট্রারের পক্ষ নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘটের ডাক দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপে ২০ মার্চ থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরলেও শিক্ষকরা ধর্মঘট চালিয়ে যান। ফলে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দেয়। ক্লাস-পরীক্ষা না হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়কে সচল রাখতে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। তারা উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করেন। ফলে রবিবার থেকে শিক্ষকরা ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরে যান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার