প্রচ্ছদ

বুর্জ খলিফার চেয়ে উঁচু ভবন নির্মাণের ঘোষণা দুবাই’র

১২ এপ্রিল ২০১৬, ১১:১৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

_89164719_2279b4d7-525c-48e9-9fd9-bfb18f09b521১২ এপ্রিল, ২০১৬: বুর্জ খলিফার চেয়ে উঁচু ভবন নির্মাণের ঘোষণা দুবাই’র
ঘোষণা করা হয়েছে দুবাই শহরে আরো উঁচু উঁচু টাওয়ার নির্মাণের। এই পরিকল্পনার পেছনে আছে যে কোম্পানি তার নাম এমার প্রোপার্টিজ।

তারা বলছে, নতুন টাওয়ারটি হবে বুর্জ খলিফার চেয়ে সামান্য বেশি উঁচু। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। বলা হচ্ছে, নতুন এই ভবনটিতে থাকবে ঘূর্ণায়মান ব্যালকনি, ঝুলন্ত বাগান, হোটেল এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এই প্রকল্পটির পেছনে খরচ হবে প্রায় একশ’ কোটি ডলার। ২০২০ সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতিরা এই ভবনের নকশা করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার