প্রচ্ছদ

প্রধানমন্ত্রীর বৈশাখী আয়োজনে ইলিশ নেই

১২ এপ্রিল ২০১৬, ১৮:০৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

MTAyNTcyODNfMTAyMDIxNDUyODE0OTkxNjlfNzI5OTUzMzI3NzA5NDU4MjcyNV9vkvAনগরে বর্ষবরণের আয়োজনে পান্তার সঙ্গে ইলিশ প্রচলিত হয়ে উঠেছে

শিকার নিষিদ্ধ সময়ে বর্ষবরণের আয়োজনে ইলিশ বাদ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় মাছ রক্ষার স্বার্থে সরকারপ্রধান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তার প্রেসসচিব ইহসানুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলা নতুন বছর বরণ করতে যাচ্ছে দেশবাসী। নগরে বেশ কিছু কাল ধরে এই আয়োজনে পান্তা-ইলিশ প্রচলিত হয়ে উঠেছে।

এই সময় ইলিশের ডিম ছাড়ার মৌসুম। তাই ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

পহেলা বৈশাখে আমন্ত্রিত অতিথিদের গণভবনে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী।

ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ডিম ও মুরগির মাংস ভুনা থাকবে।”

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার