পদ্মা সেতুর ৩৩% কাজ সম্পন্ন: ওবায়দুল কাদের
১৬ এপ্রিল ২০১৬, ১৫:২৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ। ইতোমধ্যে ৯টি পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে।
“বর্ষা মৌসুমেও সমান গতিতে কাজ এগিয়ে যাবে। পাশাপাশি মে মাস থেকে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।”
শনিবার সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এ কথা বলেন তিনি।
এ সময় সেখানে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, পিএসসি বিগ্রেডিয়ার জেনারেল হামিদুল হক, ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেডের পরিচালক আবিদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিলে প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে আসে বিশ্ব ব্যাংক।
এরপর পদ্মা সেতুতে ‘সম্ভাব্য’ দুর্নীতির’ অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপোড়েন শেষে বাংলাদেশ বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়।
শেষ পর্যন্ত নকশা অপরিবর্তিত রেখে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। ২০১৪ সালের জুনে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে মূল সেতু নির্মাণের কাজ এবং সিনো হাইড্রো করপোরেশনকে নদী শাসনের কাজ দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী ১২ হাজার ১৩৩ কোটি টাকায় ৪৮ মাসের মধ্যে চায়না মেজর ব্রিজ কোম্পানির কাজ শেষ করার কথা। সেই হিসাবে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের মে মাসে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন