প্রচ্ছদ

জঘন্য ভাষায় কিছু লেখা মুক্তচিন্তা নয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৮ এপ্রিল ২০১৬, ১৯:৩৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1460985125648-1১৮ এপ্রিল ১৬ঃ তাদের (বিএনপি) এত টাকা যে আমেরিকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে অর্থ দিয়ে কিনে ফেলেছে। কেন? জয়কে অপহরণ করে হত্যা করার বিষয়ে কিন্তু আমেরিকার তদন্তে বেরিয়ে এসেছে। কোর্টে তারা (আমেরিকা) যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেখানে বেরিয়ে এসেছে শফিক রেহমান, মাহমুদুর রহমানের নাম।
সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছেলের মানিলন্ডারিং করার বিষয়ে আমাদের প্রমাণ করতে হয়নি। বিদেশের আদালতে প্রমাণিত হয়েছে। আমরা সেই টাকা ফিরিয়ে এনেছি।

তাদের (বিএনপি) এত টাকা যে আমেরিকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে অর্থ দিয়ে কিনে ফেলেছে। কেন? জয়কে অপহরণ করে হত্যা করার বিষয়ে কিন্তু আমেরিকার তদন্তে বেরিয়ে এসেছে। কোর্টে তারা (আমেরিকা) যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেখানে বেরিয়ে এসেছে শফিক রেহমান, মাহমুদুর রহমানদের নাম।’

তিনি বলেন, ‘যারা ষড়যন্ত্রকারী তাদের জন্য মায়াকান্না। যারা ভিকটিম সেখানে মানবাধিকার হরণ হয় না? সেটা নিয়ে তোলপাড় হয় না। তাদের তো লজ্জা হওয়া উচিত। তাদের নাম বিদেশি তদন্তে আসে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে দেশ পরিচালনা করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধ করেন।’

তিনি এ সময় বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। কোন ধর্মের প্রতি আঘাত করার সহ্য করা হবে না।

 

এমন ব্যক্তিদের হত্যাকরার অধিকার কারো নেই বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাদের শাস্তি দেবেন আল্লাহ তাআলা। আপনি কত বড় হয়ে গেছেন যে আল্লাহ তাআলার কাজ নিজ হাতে নিয়ে নিচ্ছেন।

 

এ সময় চিকিৎসা, ইন্টারনেটসহ অন্যান্য ক্ষেত্রে সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। একটা মানুষও যেন গৃহহীন না থাকে তার জন্যও কাজ করছি আমরা। আজ বাঙালি বিশ্বে মাথা উচু করে চলে। আশা করছি আর বাঙালিকে মাথা নিচু করে চলতে হবে না।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার