ফেঞ্চুগঞ্জে অটোরিকসার অবৈধ স্ট্যান্ড অপসারণের নির্দেশ, জরিমানা
১৮ এপ্রিল ২০১৬, ২২:০১
১৮ এপ্রিল ২০১৬ :: ফেঞ্চুগঞ্জে অবৈধভাবে স্থাপিত সিএনজি অটোরিকসার স্ট্যান্ড অবসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বেলা দেড়টা থেকে ভ্রাম্যমান আদালতের ঘন্টাব্যাপী অভিযানকালে এ নির্দেশ দেন পরিচালক ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্র্যাট হুরে জান্নাত।
সন্ধ্যা ৬টার মধ্যে স্ট্যান্ড অপসারণ করা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও অভিযানকালে সংশ্লিষ্টদেরকে সতর্ক করা হয়।
ফেঞ্চুগঞ্জ ব্রিজ এলাকায় অবৈধভাবে সিএনজি অটোরিকসা স্ট্যান্ড গড়ে তুলা হয়েছে। দীর্ঘদিন সেখানে গাড়ি রাখার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে সোমবার বেলা দেড়টায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হুরে জান্নাতের নেতৃত্বে পরিচালিত অভিযান চলে বেলা আড়াইটা পর্যন্ত। অভিযানকালে স্ট্যান্ডে থাকা ৬টি সিএনজি অটোরিকসাকে ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
এসময় অবৈধ এ স্ট্যান্ডটি সন্ধ্যা ৬টার মধ্যে সেখান থেকে অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। যথাসময়ে স্ট্যান্ড অপসারণ করা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন