প্রচ্ছদ

সংসদে তিনটি বিল পাস

২৮ এপ্রিল ২০১৬, ১১:৩২

ফেঞ্চুগঞ্জ সমাচার

bd_2009Jan_parliament-bldgসামরিক আমলে জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে। বুধবার সংসদে ‘আর্মি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, ক্যাডেট কলেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, এয়ারফোর্স (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ সংসদে পৃথকভাবে পাসের প্রস্তাব করেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রপাপ্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিলগুলোর ওপর উত্থাপ্তি সংশোধনীগুলো কণ্ঠভোটে বাতিল হয়। এরপর বিলগুলো কণ্ঠভোটে পাস হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা অধ্যাদেশগুলো অনুমোদন ও সমর্থন সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের চতুর্থ তফসিল ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ায় ওই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে। অধ্যাদেশগুলোর অধীন বিধানগুলোর কার্যকারিতা জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ন রাখার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করতে বিলগুলো পাস করা হয়।

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার