শ্রমিকের মূল্যই আমাদের কাছে সবচেয়ে বড়: প্রধানমন্ত্রী
০১ মে ২০১৬, ২০:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকের মূল্যই তার সরকারের কাছে সবচেয়ে বড়। তাদের হাতের দেশের অর্থনীতি সচল থাকে। তাদের কারণেই দেশ উন্নত হয়। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার (১ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এক সময় আমেরিকায় কোনও শ্রমিক অধিকারের অস্তিত্ব ছিলো না। তখন সেই আমেরিকার শিকাগো শহরে বুকের রক্তের বিনিময়ে সেই অধিকার আদায় করতে হয়। যারা ১৮৮৬ সালের ১ মে শ্রমিকের অধিকার আদায়ে শহীদ হন তাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি জাতির জনক শেখ মুজিবুর রহমানের কথাও স্মরণ করেন এই বলে যে, তার সকল আন্দোলনে, সকল উদ্যোগেই ছিলো শ্রমিকের স্বার্থ।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়তে শেখ মুজিবের একাগ্রতার কথা স্মরণ করে বলেন, সে সময় তিনি শ্রমিকের কর্মসংস্থান ও শিল্পকারখানা চালু করেছিলেন। তিনিই প্রথম পহেলা মে শ্রমিক দিবস হিসেবে পালন শুরু করেন।
তার সরকারও বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ৭৫ এ জাতির পিতাকে হত্যার পর অনেক শিল্প কারখানা বন্ধ করা হয়। লাভজনক নয় এই কথা বলে। কিন্তু মাথা কেটে সমাধান নয়। আমরা মনে করি কারখানা খোলা রেখেই দেশের উন্নয়ন হবে।
শ্রমিক তার শ্রম দিয়ে আমাদের দেশকে বাচিয়ে রাখে। তার শ্রম দিয়ে যে উৎপাদন হয় তাতেই অর্থনীতি সচল থাকে। যাদের ত্যাগের বিনিময়ে এই অর্জন তাদের মূল আমাদের কাছে অনেক বেশি।