অ্যাম্বাসিতে সেবা না পেলে মন্ত্রীকে জানান
০৪ মে ২০১৬, ১৫:১২
ফেঞ্চুগঞ্জ সমাচার
বিদেশে বাংলাদেশের অ্যাম্বাসি বা হাইকমিশনে নির্দিষ্ট সময়ের মধ্য ফোন করে কেউ কাঙ্খিত সেবা না পেলে তা জানানোর অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশে বাংলাদেশের কোন অ্যাম্বাসী বা হাইকমিশনে অফিস সময়ের মধ্যে ফোন করে পাননি বা কাঙ্ক্ষিত সেবা পাননি, এই ধরণের সুনির্দিষ্ট (তারিখ, সেবার ধরণ এবং সম্ভব হলে যে ব্যক্তির সাথে আপনার কথা হয়েছে তা সহ) অভিযোগ থাকলে তা আমাকে sm@mofa.gov.bd তে ইমেইল করে বা ইনবক্স করে দয়া করে জানান।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন