লন্ডনের প্রথম মুসলিম মেয়র দায়িত্ব গ্রহণ করলেন
০৮ মে ২০১৬, ১৬:২৮
সাউথওয়ার্ক ক্যাথেড্রালে শনিবার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন লন্ডনের নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র সাদেক খান। এ সময় স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, লন্ডনবাসীর মেয়র হিসেবে আমি এখানকার প্রতিটি সম্প্রদায়ের এমনকি প্রতিটি মানুষের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবো। খবর আল-জাজিরার। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে ৯ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে লন্ডনের মেয়র নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান।
শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, লন্ডন অ্যাসেম্বলির ১৪টি আসনের আটটিতে বড় ব্যবধানে জয় পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনি পেয়েছেন ৫৬ দশমিক ৮ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী জ্যাক পেয়েছেন ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। সাদিক খানের এ বিজয়ের ফলে সিটি হলে কনজারভেটিভ পার্টির আট বছরের রাজত্বের অবসান ঘটে। সাদিক খান শুধু লন্ডন নয়, ইউরোপের কোনো দেশের রাজধানীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন। তার বাবা ছিলেন একজন বাস ড্রাইভার।
তিনি পাকিস্তান থেকে ব্রিটেনে আসেন অভিবাসী হয়ে। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে সাদিক খান একজন মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন। ফল ঘোষণার পর সাদিক খান তার প্রতিক্রিয়ায় বলেন, তার মতো এমন কেউ লন্ডনের মেয়র নির্বাচিত হতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি। তিনি সব লন্ডনবাসীর মেয়র হওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন