মুস্তাফিজুর-নেহরার দাপটে ৯২ রানেই গুটিয়ে গেল মুম্বাই
০৮ মে ২০১৬, ২০:৪২
সানরাইজার্স হায়দরাবাদের জয়ের জন্য দেয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই শুরু থেকেই মুড়ি মুড়কির মত উইকেট হারাছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরু দলীয় ৫ রান থেকে ৩০ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেন হায়দরাবাদ।
তবে মাঝ পথে কিছুটা উইকেট হারান দলীয় ৫০ রানের আবারও উইকেট হারান তারা। কাটার মুস্তাফিজের প্রথম ওভারের প্রথম বলে উইকেটকিপার ওঝার ক্যাচ হাতে তুলে দিয়ে সাজঘরে ফিরেন হার্দিক পান্ডে, ২য় ওভারের প্রথম বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউত হন টিম সাউদি এবং ৩য় ওভারের শেষ বলে আউট করেন ম্যাক ক্ল্যাঞ্জান।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ ১৩.৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৭৫ রান। হায়দরাবাদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন আশিষ নেহরা এবং ৩ উইকেট পেয়েছেন ক্রিকেটবিশ্বে বিস্ময় বালক কাটার মুস্তাফিজুর রহমান। এক উইকেট পেয়েছেন বি কুমার বিবি সান। মুস্তাফিজ ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন।
এর আগে প্রথমে টসে হেরে নির্ধারিত ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৭৮ রানের টার্গেট দিলো সানরাইজার্স হায়দরাবাদ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন