প্রচ্ছদ

অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে দেশের খাদ্য উৎপাদনে কৃষকদেরকে এগিয়ে আসতে হবে

২৩ জানুয়ারি ২০১৬, ১৪:০২

ফেঞ্চুগঞ্জ সমাচার

1-63সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক জাতীয় কমিটির অন্যতম সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কোন কৃষি জমি অনাবাদি রাখা যাবেনা। অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে দেশের খাদ্য উৎপাদনে কৃষকদেরকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

সরকারী সুযোগ সুবিধা কাজে লাগিয়ে কৃষিখাতে আরো মনোযোগি হতে কৃষকদের প্রতি আহবান জানান। তিনি আরো এ সেচ প্রকল্পের মাধ্যমে মোল্লারগাঁও ও বরইকান্দি ইউনিয়নের কৃষকরা কৃষকরা উপকৃত হবে। এতে ৩০ তেকে ৩৫ লক্ষ টাকার ধান উৎপাদন করা সম্ভব হবে। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২২ জানুয়ারী শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প বিএডিসির আওতায় তেলিরাই, মজিদপুর সুরমা নদী থেকে সেচ প্রকল্পের সুইচ টিপে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুসাদ্দেক হোসেন মুসার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি’র কর্মকর্তা উবায়েদ মাসুম ফয়ছল,

উপজেলা কৃষি কর্মকর্তা আবাহন মজুমদার, উপজেলা আ’লীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, আ’লীগ নেতা শাহ ছমির, হাজী ইসমাইল হোসেন, শাহ আলী রাজা, নজমুল আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমদ আলী, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, আকতার হোসেন, ইসমাইল আলী বাচ্চু, কৃষক আব্দুস সবুর, সাইদুর রহমান, জামাল আহমদ, আব্দুল করিম, বাদশা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সাহেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এড. শামীম আহমদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জেলা শাখা সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দেওয়ান বাজার ইউনিয়নের চরআলাপুর গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহফুজুল রহমান, প্রকৌশলী জহিরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের খসরু, এড. আব্দুল করিম, মইনুল হক সালেহ, জিয়াউল হক পান্না প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার