সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই
১১ মে ২০১৬, ১১:০২
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন আর নেই। ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত ৪টা ২৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে প্রায় এক মাস আগেই তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন আগে তার ফুসফুসে অস্ত্রোপচারও হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রমোদ মানকিন ১৯৩৯ সালের ১৮ এপ্রিল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে গারো পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য।
প্রমোদ মানকিন ১৯৯১, ২০০১, ২০০৮, এবং ২০১৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, ২০০৯ সালের ১৫ জুলাই থেকে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তারপর ১৫ সেপ্টেম্বর ২০১২ সাল থেকে বর্তমান সরকারের মেয়াদেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন